কামরুজ্জামান সুইট, ঝালকাঠি
আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে নলছিটির উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপিতে নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির মোল্লাকে সভাপতি হিসেবে দেখতে চান দলটির তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা।
দলের দুঃসময়ে যিনি পাশে ছিলেন, মাঠে থেকে কর্মীদের সংগঠিত করেছেন, সেই কবির মোল্লার প্রতি নেতাকর্মীদের আস্থা বেড়েই চলছে দিন দিন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতী দল, কৃষকদল ও শ্রমিকদল, নেতাকর্মীরা জানান, ভবানিপুরের কবির মোল্লা একজন পরীক্ষিত, কর্মীবান্ধব এবং সংগ্রামী নেতা। তার নেতৃত্বে নাচনমহল ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তাদের বিশ্বাস।
নেতাকর্মীরা আরো বলেন, “দলের কঠিন সময়ে তিনি আমাদের পাশে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা চাই, আগামী কাউন্সিলে তিনিই সভাপতি নির্বাচিত হোক, কারণ তিনি মাঠের মানুষ, নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী।”
মোঃ কবির মোল্লা নিজেও সভাপতি হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “দল যদি আমাকে এই গুরুদায়িত্ব দেয়, আমি সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করতে।”
বিশেষ করে নাচনমহল ইউনিয়নের সাধারন নেতাকর্মীরা জোরালোভাবে দাবী জানাচ্ছেন যে, দীর্ঘ সময় ধরে যারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের মূল্যায়ন করা উচিত। তারা বলেন, “এই ইউনিয়নের দুঃসময়ের কান্ডারি, মাঠের পরীক্ষিত নেতা মোঃ কবির মোল্লাকে আমরা সভাপতি হিসেবে দেখতে চাই। তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়েও আমাদের পাশে ছিলেন, এখনও আছেন। তার অসাধারণ নেতৃত্ব ও কর্মীদের সাথে গভীর যোগাযোগ ইউনিয়ন বিএনপিকে আরও সক্রিয় করে তুলবে।”
জেলা ও উপজেলা পর্যায়ের কাউন্সিল সামনে থাকায় এই দাবিকে ঘিরে নাচনমহল ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হচ্ছে। এখন দেখার বিষয়, জেলা ও উপজেলা বিএনপি এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়।