• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিক্ষা প্রতিদিন শিরোনাম
নলছিটিতে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ওয়ার্ড সভাপতিকে মারধর, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা বাবু গ্রেফতার পৌরসভা খেয়াঘাটের ইজাদার শহীদ খলিফা দ্বৈত পেশায়, সদস্য রিক্সা শ্রমিক ইউনিয়নের পেশাদার পাটনির প্রত্যয়নে ইজারাদার বড় দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু গুচ্ছের আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা যদি না সুগার ড্যাডি থাকে এত টাকা কামানো সম্ভব না, ফারিয়া শাহরিন জরুরি সভা ডেকেছে বিসিবি বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়, নোবিপ্রবিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত হয় , শেকৃবিতে

পৌরসভা খেয়াঘাটের ইজাদার শহীদ খলিফা দ্বৈত পেশায়, সদস্য রিক্সা শ্রমিক ইউনিয়নের পেশাদার পাটনির প্রত্যয়নে ইজারাদার

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ১৬ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১১ মে, ২০২৫

ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট (রোনালছে রোড খেয়াঘাট) ইজারাদার শহিদ খলিফার বিরুদ্বে দ্বৈত পেশাদারিত্বের অভিযোগ পাওয়া গেছে। তিনি ঝালকাঠি রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে স্টেশন রোড রিক্সা শ্রমিক ইউনিয়ন সমবায় ও সঞ্চয় ঋণদান সমিতির ৭০নম্বর সদস্য। একজন কিভাবে নৌকার মাঝি পেশার সাথে রিক্সা শ্রমিকের পেশায় জড়িত থাকেন সেই প্রশ্ন সচেতন মহলে।

তথ্যানুসন্ধানে জানাগেছে, ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের ইজারা প্রদানের বিষয়ে একটি রীট আবেদনের বিষয়ে পেশাদার পাটনিকে দিতে উচ্চ আদালত (হাইকোর্ট) নির্দেশনা দেন। ওই ঘাটের কার্যক্রম চলমান রাখতে পেশাদার পাটনিদের পক্ষে উচ্চ আদালত স্থিতাবস্থা জারী করেন। প্রতিবছর বাংলা সনকে কেন্দ্র করে ওই ঘাটের ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। বাংলা ১৪৩২ সালের ইজারা আহŸান করলে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ থেকে পেশাদার পাটনির প্রত্যয়ন নিয়ে ইজারায় অংশ নেয়। এতে শহীদ খলিফাকে সর্বোচ্চ দরদাতা নিযুক্ত করা হয়। ইজারা চুড়ান্ত করা হলে ওই ঘাটের পেশাদার পাটনিরা আবারও উচ্চ আদালতে রীট (নং-৬৩২৭/২০২৫) পিটিশন দায়ের করেন। আদালত ওই পিটিশনের প্রেক্ষিতে স্থিতাবস্থা জারী করেন। ১৩এপ্রিল সকালে শহীদ খলিফাকে কার্যাদেশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ।

দুপুরে আদালতের আদেশের অ্যাডভোকেট সার্টিফাই কপি পৌর কর্তৃপক্ষকে দিলেও কার্যাদেশ বাতিল না করে ইজারা বহাল রাখেন। এনিয়ে ১৪এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে পৌরসভা খেয়াঘাটে উত্তেজনা বিরাজ করে। উভয় পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্টেশন রোড রিক্সা শ্রমিক ইউনিয়ন সমবায় ও সঞ্চয় ঋণদান সমিতি ১৯৯১সালের ৮ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শহিদ খলিফা রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে ফরম পুরণ করে ২০২৪সালের ২২ ফেব্রæয়ারী ওই সমিতির ৭০নম্বর সদস্য নিযুক্ত হন।

পেশাদার পাটনির ভূয়া প্রত্যয়ন দিয়ে ইজারা নিয়েছেন বলে অভিযোগ ওই ঘাটের পুরাতন পেশাদার পাটনিদের। সদর উপজেলা নৌকা মাঝি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন অভিযোগ করেন, সংগঠনের সভাপতি ও সাবেক ইজারাদার পেশাদার পাটনি মো. সাইদুল ইসলাম রোনালছে রোড খেয়াঘাটের জন্ম থেকে তার পূর্ব পুরুষ নৌকা যোগে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করে আসছে। গত বছর পেশাদার পাটনি চ্যালেঞ্চ করে হাইকোর্ট ডিভিশনে ৩৯৮৮/২০২৪ নং রীড পিটিশনের আদেশ অনুযায়ী ঝালকাঠি পৌরসভা থেকে পেশাদার পাটনি হয়ে বাংলা ১৪৩১সালের ঝালকাঠি পৌরসভা যে টাকা দর নির্ধারণ করেছে সেই টাকার উপর ২৫% বৃদ্ধি করে ইজারা পেয়েছে। এ বছর বাংলা ১৪৩২সালের জন্য ঝালকাঠি পৌরসভা রোনালসে খেয়াঘাটের জন্য ২লাখ ৩৫হাজার ৬৭১ টাকা দর দিয়ে ১৭ ফেব্রæয়ারী দরপত্রের আহ্ববান করলে সভাপতি ও সাবেক ইজারাদার মো. সাইদুল ইসলাম পেশাদার পাটনি প্রত্যয়নপত্র ও ঝালকাঠি পৌরসভা কর্তৃক ট্রেডলাইসেন্স সহ ০২ মার্চ ঐ টাকার উপরে ২৫% বৃদ্ধি করে ২লাখ ৯৪হাজার ৫৯৬ টাকার পে-অর্ডার জমা দেন।

পেশাদার পাটনি মো. সাইদুল ইসলামের নামে বেপারী এন্টারপ্রাইজ সর্বোচ্চ দরদাতা হিসেবে ঝালকাঠি পৌরসভার ঞ.ঊ.ঈ. সভায় ০৫ মার্চ নির্বাচিত হলেও ঝালকাঠি পৌর কর্তৃপক্ষ প্রথম টেন্ডার সম্পন্ন না করে রি-টেন্ডার দিয়েছে। সেখানে সভাপতি সাবেক ইজারাদার মো. সাইদুল ইসলাম পৌর কর্তৃপক্ষের কাছে রি-টেন্ডারের বিষয়ে জানতে চাইলে এরিয়ে যান। ভূয়া ও অবৈধ পাটনিকে ইজারার কার্যাদেশ দেয়া হাইকোর্ড ডিভিশনে ৬৩২৭/২০২৫ নং পিটিশনে চ্যালেঞ্চ করলে ১২/০৩/২০২৫ ইং তারিখ রি-টেন্ডার স্থগিতের আদেশ দেন। হেমায়েত হোসেন অভিযোগ করে বলেন, রোনালসে খেয়াঘাটের ইজারাদার শহীদ খলিফা একজন রিক্সা শ্রমিক।

তার পেশাদার পাটনির ভূয়া সনদখানা পৌরসভায় জমা দিয়ে জালিয়াতি করেছেন। মো. শহিদ খলিফা ঝালকাঠি পৌরসভার দরপত্রের ফরমে যে স্বাক্ষর করেন সেটাও তার না। তাই পুনরায় আদালতের স্মরনাপন্ন হতে বাধ্য হচ্ছি। আমাদের এ যৌক্তিক দাবী যতক্ষন পর্যন্ত আমাদের পেশাদার পাটনি হিসাবে মো. সাইদুল ইসলাম ও তার মাঝিদের পক্ষে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচী ও অনশন পালন করব।

এটা আমাদের একমাত্র বেচে থাকার লড়াই। এব্যাপারে শহিদ খলিফার সমিতির সদস্য ফরমে দেয়া ০১৭৬৩৯০৬৪৩২ নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলোক সমদ্দার বলেন, আমরা যাকে ইজারা দিয়েছি, তিনিই ওখানের ইজারাদার। ইজারা বাছাই কমিটি কাগজপত্র সঠিক যাচাই শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে তাকেই নিযুক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ