দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি
ঝালকাঠিতে এক হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১ মার্চ) দুপুর ১২টায় শহরের প্রবেশদ্বার পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তি ঝালকাঠি পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর কিস্তাকাঠি আব্দুল গনি হাওলাদারের ছেলে মো: আলামিন (৩৬)। জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সেলিম উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আলামিন নামের ব্যক্তির দেহ তল্লাশি করে একহাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটককৃত আলামিনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’