• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

তিনটি বিশ্ববিদ্যালয়েই চান্স পেলেন জমজ সামি-অমি

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ের জমজ দুই ভাই নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। উভয়েই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। সামি মেধা তালিকায় ৫২তম এবং অমি ১০১তম স্থান অর্জন করেছেন।

শুধু বুয়েটেই নয়, তারা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভর্তি পরীক্ষাতেও সফল হয়েছেন। সামি চুয়েটে ২০৫তম ও কুয়েটে ৯১৩তম স্থান অর্জন করেছেন, অন্যদিকে অমি চুয়েটে ১৪তম ও কুয়েটে ২৮৭তম হয়েছেন।

সামি ও অমি ২০২২ সালে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর সামি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও অমি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পান।

তাদের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ছেলের অসাধারণ সাফল্যে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল সন্তানদের বুয়েটে পড়াব। আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। তারা ছোটবেলা থেকেই মেধাবী, যার প্রমাণ জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তাদের অর্জিত গোল্ডেন জিপিএ-৫।’

সাফল্যের অনুভূতি প্রকাশ করে সামি বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে চান্স পাওয়ায় খুব ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আমরা এতদূর আসতে পেরেছি।’

বুয়েটে একসঙ্গে চান্স পাওয়া জমজ ভাইয়ের সাফল্যে তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


এই ধরণের আরও সংবাদ