দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট
ঝালকাঠির রাজাপুরের বাঁশতলা নামক এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর-বাইকের ধাক্কায় মো. শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাঁশতলা এলাকার আহম্মেদ হাওলাদার এর ছেলে। স্থানীয়রা জানায় ছেলেকে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বাসায় নিয়ে আসার পথে বাচ্চা তার হাত ছেড়ে রাস্তার মধ্যে দৌড় দিলে তাঁকে বাঁচাতে গিয়ে তিনি দ্রুতগামী মটর বাইকের ধাক্কায় ছিটকে পরে যায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আহত ব্যক্তিকে (শেবাচিম) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহিদুল পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। রাজাপুর থানার (এসআই) গোবিন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান।