শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ গেজেট প্রকাশ করা হয়েছে। এসময় শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানায় ও মিষ্টিমুখ করায়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত সরকারি গেজেটে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গেজেট অনুযায়ী, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামটি পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ রাখা হয়েছে। পাশাপাশি, ইংরেজি নামও সংশোধন করে ‘Bangladesh Maritime University’ করা হয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বিগত ৫ আগস্টের পট পরিবর্তন হলে স্বৈরাচারী আমলের সকল প্রকার চিহ্ন মুছে দেওয়ার উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের নাম সম্বলিত সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের আওয়াজ দেখা যায়। এরই প্রেক্ষিতে গত মাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা আসিফ নজরুল তাদের ফেসবুক স্ট্যাটাসে শেখ পরিবারের নাম সম্বলিত ১৩ টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামের তালিকা প্রকাশ করেন।
মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত ও সহজবোধ্য করার জন্য পরিবর্তন আনা হোক। শিক্ষার্থীদের এই দাবিকে আমলে নিয়ে সরকার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করে নতুন নাম অনুমোদন করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলেই এই পরিবর্তনে আনন্দিত। বাংলাদেশের একমাত্র মেরিটাইম বিষয়ক ইউনিভার্সিটি হওয়ায় তারা মনে করছেন, নতুন নামকরণ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সহজ করবে এবং মেরিটাইম খাতে গবেষণা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।