আমাদের দেশে হবে
সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে
কাজে বড় হবে।
বাংলাদেশের সেই ছেলেকে
চেনে সব মানুষ,
সারা বিশ্বের সম্পদ
সেতো ডক্টর ইউনুস।
বাংলাদেশের ইতিহাসে দেখছি অনেক দল,
বর্তমানের প্রেক্ষাপটে তিনিই সফল।
নোবেল জয়ের পাশা পাশি
করছে বিশ্ব জয়,
নেতার মতো নেতা কিন্তু
এরকমই হয়।
নেতার মধ্যে থাকে
যদি অধিক সততা,
নেতার জন্যে জীবন
দিবে ছাত্র জনতা।
নেতায় যদি করে বেড়ায় অন্যায় অত্যাচার,
ঐ নেতারে তাড়ায় মানুষ বলে স্বৈরাচার।
যেই নেতারে ভালোবাসে
বিশ্বের সব মানুষ,
সেই রকমের যোগ্য নেতা
বাংলাদেশের ডক্টর ইউনুস।