ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ নলছিটি উপজেলা বিএনপির কাছে জমা দিয়েছেন নাচনমহল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গনি সিকদার।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৯ মে ২০২৫ তারিখে টেকেরহাট বাজারে চাঁদাবাজি বন্ধের বিষয় কথাবার্তার সময় আব্দুল আজিজ খলিফা তার অনুসারীদের নিয়ে আব্দুল গনি সিকদারকে প্রকাশ্যে মারধর করেন। এ ঘটনায় গনি সিকদার নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ অনুযায়ী, ওইদিন সকাল সাড়ে সাতটায় জামাল মেম্বারের দোকানের সামনে চাঁদাবাজি ও বিজিএফ কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এছাড়াও অভিযোগে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বালু ভরাটসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে চাঁদা দাবি করে আসছেন আব্দুল আজিজ খলিফা ও তার অনুসারীরা। এমনকি একটি বেসরকারি ব্যাংক — আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের টেকেরহাট শাখার কাছে চাঁদা দাবি করে সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে । এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করলেও পরে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তা প্রত্যাহার করানো হয় বলে জানানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আব্দুল আজিজ খলিফা ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন এবং ২০২৪ সালে বিএনপি বর্জিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। দীর্ঘ ১৬ বছর ধরে তিনি দলীয় কোনো কার্যক্রমেও সক্রিয় ছিলেন না।
এবিষয় বিএনপি নেতা আব্দুল গনি শিকদার বলেন, আমার অভিযোগের আগেও অন্য একটা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপি কর্তৃক আজিজ খলিফাকে শোকজ করে। তিনি গত ৫আগষ্ট স্বৈরচারী আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে ইউনিয়নে তার কিছু অনুসারী লোকজনকে নিয়ে চাঁদাবাজি করেন, কেউ নিজের জায়গায় বালু ভরাট করলেও ফুট প্রতি চাদাঁ দিতে হয় এবং তিনি আগামী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হবে বলে কিছু আওয়ামী পরিবারকে
ভিজিএফের চাল দেয়ার কথা বলে টাকার বিনিময় তালিকায় তাদের নাম দেয়, চাদাঁবাজি এসব অনিয়মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করায় আমাকে লাঞ্ছিত করেন। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদেশ নির্দেশ মেনে রাজনীতি করি তাই দলের পদে থেকে দূর্নীতি সমর্থন করিনা এটাই আমার অপরাধ?
অভিযুক্ত নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা বলেন, চাঁদাবাজির অভিযোগ মিথ্যা সাজানো। এলাকায় আমার ব্যাপারে খোজ নেন তাহলেই সত্যিটা জানতে পারবেন যে এসব ঘটনা ঘটেনি আর অভিযোগতো মিথ্যা আমার সম্মান নষ্ট করা জন্য এসব করছে।
এবিষয়ে নলছিটি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম গাজি বলেন, আমি এব্যাপারে মৌখিক ভাবে শুনেছি ও লিখিত অভিযোগ পেয়েছি। আমি একাতো আর কোন ব্যবস্তা নিতে পারিনা উপজেলা সভাপতির সাথে আলোচনা সাপেক্ষে পদক্ষেপ নিতে হবে। নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে আরো অভিযোগ আছে, এর আগে তাকে শোকজ করা হয়েছিল। তবে উপজেলা বিএনপি সভাপতির এসব নেতাকর্মীদের অপরাধের বিষয়ে আরো গুরুত্ব দেয়া উচিত। বিএনপিতে চাঁদাবাজি ও চাঁদাবাজদের স্থান নাই।
এবিষয়ে জানতে নলছিটি উপজেলা বিএনপি সভাপতি আনিসুর রহমান হেলাল খান'কে কল দিলে তার ব্যবহৃত মুঠো বন্ধ পাওয়া গেছে।
এবিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এড. শাহাদাত হোসেন বলেন, নাচনমহলের বিষয়টি আমি শুনেছি, ওয়ার্ড সভাপতির একটা ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে। যেহেতু বিষয়টা ইউনিয়নের তাই উপজেলা কমিটি ব্যবস্থা নেবে। উপজেলা বিএনপিকে বলবো বিষয়টি ক্ষতিয়ে দেখে সাংগঠনিক ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। ঝালকাঠি জেলার কোন বিএনপি নেতার কোন প্রকার চাঁদাবাজি, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীকে প্রশ্রয় দেয়নি কখনও দেবেও না।
বিষয়টি দ্রুত তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ও জেলা বিএনপিকে আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।