কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ১১৬ মিনিটে গোল করে বার্সেলোনাকে শিরোপা এনে দেন জুলেস কুন্দে। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ভালোই খেলছিলেন তিনি। তবে ইঞ্জুরির কারণে কোচ ফ্লিক তাকে নামিয়ে দেন।
এরপর মেডিক টিম তাকে পরিক্ষা করে জানিয়েছে, বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে বাম উরুর বাইসেপ ফেমোরিস পেশিতে আঘাত পেয়েছেন। মেডিকেল রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, ফ্রেঞ্চ ডিফেন্ডারকে প্রায় ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
ঠিক নয় দিন পর রোববার (১১ মে) লা লিগায় এল ক্লাসিকো। গুরুত্বপূর্ণ এ ম্যাচে কুন্দেকে পাচ্ছে না বার্সেলোনা। এছাড়াও ইঞ্জুরির তালিকায় রয়েছেন দলের আরেক তারকা রবার্ট লেভানডোভস্কি।