আজ ২৭ এপ্রিল, ২০২৫, রবিবার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও কৃষকবন্ধু শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় শেকৃবি ক্যাম্পাসে স্থাপিত মরহুমের প্রতিকৃতিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর সকাল ১০টায় ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল মরহুমের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করে এবং সেখানেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উল্লেখ্য, ২৩ এপ্রিল, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদেরকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল।
শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক প্রখ্যাত রাজনীতিবিদ এবং কৃষক সমাজের অকৃত্রিম বন্ধু। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের কৃষি শিক্ষা ও গবেষণায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।