গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট পাড়ায়। এর মাঝেই রোববার (২৭ এপ্রিল) বিকেলে জরুরি সভায় বসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিকেল ৫টায় অনলাইনে (জুম) পরিচালকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এ সভা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
এর আগে গত ২৪ মার্চ বিসিবির ১৯তম কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা ছিল। তবে সেদিন তামিম ইকবালের ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সভাটি স্থগিত করা হয়। পরে নতুন ইস্যুগুলো সামনে আসায় আজ আবার নতুন করে সভা আহ্বান করা হয়েছে।
সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সাম্প্রতিক আলোচিত কিছু ইস্যু এজেন্ডায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিসিবির আর্থিক লেনদেন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, সভাপতি ফারুক আহমেদ বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। যদিও শনিবার এক বিবৃতিতে বিসিবি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে।
বিসিবি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রীন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকে পুনঃবিনিয়োগ করা হয়েছে। অবশিষ্ট ১২ কোটি টাকা বিসিবির পরিচালনা ব্যয়ের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও চলছে নানা বিশৃঙ্খলা। বিশেষ করে তাওহীদ হৃদয়ের ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে তামিম ইকবালসহ শীর্ষ ক্রিকেটাররা বিসিবির সঙ্গে বৈঠকও করেছেন। তাতে তিনটি বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন তারা।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি কার্যালয়ে অভিযান চালানোও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে বিসিবির আজকের জরুরি সভা ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।