বাঙালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা কলেজ ক্যাম্পাসে অর্ধদিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখের র্যালি, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান পালনের ঘোষণা করেছে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বাংলা বর্ষবরণ কর্মসূচিতে আগামী ১৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস প্রাঙ্গনে পহেলা বৈশাখের র্যালি আয়োজন করা হয়েছে। এরপর সকাল ১০টায় আলোচনা সভা ও সকাল সাড়ে ১১ টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঢাকা কলেজে বাংলা বর্ষবরণ ১৪৩২ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ ফরহাদ মজহার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের (মাউসি) ডিজি অধ্যাপক আজাদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা কলেজ বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহনাজ পারভীন। পহেলা বৈশাখে সাংষ্কৃতিক অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠন আবৃত্তি, গান, নাচ পরিবেশন করবেন।
এসব কর্মসূচি উদযাপনে অংশগ্রহণের ক্ষেত্রে কলেজ প্রশাসন বিশেষ নির্দেশনা সহ বিজ্ঞপ্তি দিয়েছেন। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ- ১৪৩২ উদযাপন উপলক্ষে আগামী সোমবার (১৪ এপ্রিল) ঢাকা কলেজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত অনুষ্ঠানে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য বলা হলো।
বিজ্ঞপ্তিতে নির্দেশনায় বলা হয়েছে, বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের কর্মসূচিগুলোতে পহেলা বৈশাখের সাথে সামঞ্জস্যপূর্ণ পোষাক পরিধান করতে হবে।
ঢাকা কলেজ বাংলা বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহনাজ পারভীন বলেন, বর্ষবরণ উদযাপনের প্রস্তুতিতে নতুন কোন বিশেষত্ব রাখা হয়নি। পূর্বের কর্মসূচির ন্যায় এবারের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।