• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ছাগলে ধান খাওয়ার জেরে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৮

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ২ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক কৃষক। আহত হয়েছেন নারীসহ অন্তত ১৮ জন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি ইমাম হোসেন (৫৫), তিনি একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূচনা আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরোধানক্ষেতে ঘটে। অভিযোগ রয়েছে, প্রতিবেশী আকবর মিয়ার ছাগল তার ধান খেতে ঢুকে ধান খাওয়া শুরু করে। এ নিয়ে বিকেলে দুই কৃষকের মধ্যে তর্ক শুরু হয়। তর্ক দ্রুত উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়, যেখানে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হন।

সংঘর্ষে ইমাম হোসেন গুরুতর আহত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, আখাশ্রী গ্রামে সংঘর্ষে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ