চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) ভর্তি পরীক্ষায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে আবেদন করেছিল, সেটি অনুমোদন করেছে হাইকোর্ট। এর ফলে, এই ইউনিটে আবারও এমসিকিউ পরীক্ষা নিতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শিশির মনির।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ এনে এক পরীক্ষার্থী ২০ ফেব্রুয়ারি উপাচার্যের কাছে পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন। কিন্তু আবেদনটির কোনও সদুত্তর না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তিনি হাইকোর্টে রিট করেন।
রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি জানানো হয় এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়।
ওই রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।
শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন করে এমসিকিউ পরীক্ষা আয়োজনের আবেদন করলে, রোববার হাইকোর্ট তা মঞ্জুর করে নতুন পরীক্ষার আয়োজনের পথ সুগম করে দেয়।