• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ১ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএসের মে ও জুন মাসে নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পরীক্ষার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে রয়েছেন, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

পিএসসি আরও জানিয়েছে, আগামী ১৬ জুনের পর যথাসম্ভব দ্রুত তাদের নতুন সময়সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে রয়েছেন একদল চাকরিপ্রার্থী। আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে টানা তিনদিন ধরে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জরুরি সভায় বসে পিএসসি, তবে কমিশন এখনো ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ