• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

রেকর্ড গড়েই বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ০ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে রেকর্ড গড়ে জয়ে শুরু বাংলাদেশের। আজ বৃস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি এবং শারমিনের অপরাজিত ৯৩ রানের ইনিংসে ভর করে রেকর্ড দলীয় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এর আগে, আইরিশ মেয়েদের বিপক্ষে ১৫৪ রান ব্যবধানে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের।

টস হেরে শুরুতে ব্যাট করতে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩ উইকেটে ২৭১ রানের বড় পুঁজি গড়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির দিনে ১২৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন শারমিন আক্তার।

টার্গেট তাড়া করতে নেমে ২৮.৫ ওভারেই দলীয় ৯৩ রানে অলআউট থাইল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচ উইকেট শিকার করেছেন ফাহিমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ