প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৭:০৪ পি.এম
ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতা, ৫ আগষ্ট পরবর্তী দুর্নীতি, চাঁদাবাজি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ খান, কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পান্নু, যুবদলনেতা মিরাজ হোসেন। এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছোসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাটে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম।
গত ০৫ আগষ্ট দেশ থেকে ফ্যসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও শেখেরহাটে আওয়ামী লীগের নেতার নিরাপদে রয়েছে। এমনকি তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন পদে বসানো জন্য মরিয়া হয়ে ওঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫। এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।