• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঝালকাঠিতে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতির অপসারন দাবিতে মানববন্ধন

দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি / ০ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এর অপসারন দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেয়। নবগঠিত সভাপতির পক্ষ থেকে কিছু লোকজন মানববন্ধনে বাঁধা দেওয়ার চেষ্টা করে।

তবে স্থানীয়দের বাঁধার মুখে তারা ব্যর্থ হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, এই বিদ্যালয় প্রতিষ্ঠা পরিবারের সদস্য খন্দকার সাইফুজ্জামান টিপু , ব্যরিষ্টার এসএম রইস হায়দার। বক্তারা বলেন, সৈয়দ জিয়াউল ইসলাম বিএনপির প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষককে বাধ্য করে নাম প্রস্তাব করিয়ে এডহক কমিটির সভাপতি হয়েছেন।

কিন্তু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কেউ তাকে মানতে পারেনি। তাই নবগঠিত এডহক কমিটির চার সদস্যের তিনজই পদত্যাগ করেছে। এজন্য সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের এর অপসারন দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ