• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]

আ’লীগ নেতাদের পুনর্বাসন চেষ্টার অভিযোগ ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন বিএনপির একাংশের বিরুদ্ধে

আকতার হোসেন, বরিশাল অফিস / ২ দেখায় সময়:
সর্বশেষ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আ’লীগ নেতাদের পুনর্বাসন চেষ্টার অভিযোগ উঠেছে ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন বিএনপির একাংশের বিরুদ্ধে । আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য আমির হোসেন আমু ও জুলাই আগষ্টের আন্দোলনে ছাত্র-জনতার উপরে গুলিবর্ষনকারী মেজর জেনারেল জিয়াউল আহসান’র জন্মস্থান ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাটে আওয়ামী লীগকে পুনবাসন করতে ইউনিয়নের কতিপয় বিএনপি নেতা মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে।

গত ০৫ আগষ্ট দেশ থেকে ফ্যসিষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও শেখেরহাটে আওয়ামী লীগের নেতার নিরাপদে রয়েছে। এমনকি তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন পদে বসানো জন্য মরিয়া হয়ে ওঠেছে ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা।

জানাগেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান মিলে শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি মনোনয়নের জন্য মোস্তফা আজিম ও রইচ হায়দার বাপ্পির নাম প্রস্তাব করে স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠান। যদিও প্রশাসনের তদন্তে সভাপতির পদ থেকে তাদের নাম বাদ পরে। এর মধ্যে মোস্তফা আজিম আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য আমির হোসেন আমুর খালাতো ভাই এবং রইচ হায়দার বাপ্পির বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তার আপন ফুপা শেখ হাসানুল কবির আজাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ( একই বাড়িতে বসবাস ) এবং মেজর জেনারেল জিয়াউল আহসান’র চাচাতো ভাই এর ছেলে।

এঘটনায় ইউনিয়নের ত্যাগী বিএনপিনেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রকৃয়ায় লিপ্ত বিএনপিনেতাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। খোঁজ নিয়ে জানাগেছে, শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি তৌফিকুল ইসলামের আপন চাচাতো ভাই শেখ দিলদার আহম্মেদ নবীন জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রইচ হায়দার বাপ্পির আপন ফুপাতো ভাই।

কৃষকলীগনেতা শেখ দিলদার আহম্মেদ নবীন বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি তৌফিকুল ইসলামের শেল্টারে রয়েছেন। স্থানীয় সুত্রে আরো জানাগেছে, দীর্ঘদিন ধরে শেখেরহাট রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য আমির হোসেন আমুর নিকট আত্মীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে জামান (লাভু খন্দকার)। তিনি আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ওই বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য থেকে শুরু করে নানা রকমের দুর্ণীতি ও অনৈতিক কাজ করেছেন। গত ০৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ কতিপয় সুবিধাভুগি নেতাদের ছত্রছায়ায় রয়েছেন তিনি।

তবে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ অভিযুক্ত অন্য নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ