ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) বিকেল ৫টায় পোনাবালিয়ার আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোনাবালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আর-আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর এড. মো: হাফিজুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ব্রজ মোহন(বিএম)কলেজ সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল ও আইন বিষয়ক সম্পাদক কে এম মামুন অর রশিদ।
অনুষ্ঠানে স্থানীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।