বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝালকাঠি সদর উপজেলা শ্রমিকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ) বিকেল ৫টায় উপজেলা শ্রমিকদলের টাউনহলস্থ কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: নাসির উদ্দিন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এড. নাসিমুল হাসান।
এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা শ্রমিকদলের সভাপতি মো: টিপু সুলতান, জেলা বিএনপি সদস্য এড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদল সদস্য সচিব এড. আনিচুর রহমান, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সহসভাপতি মো: দ্বীন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদলের সম্পাদক নুরে আলম মুন্সি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি মো: দেলোয়ার হোসেন ও পৌর শ্রমিকদলের সা: সম্পাদক হেমায়েত হোসেন
অনুষ্ঠানে স্থানীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।