
জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) এর ঝালকাঠি জেলা শাখার যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আবদুল বারেক হাওলাদার।
গত ১৫ মার্চ জিনাফের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কে এ জামান স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জিনাফের নব নির্বাচিত যুগ্ম আহবায়ক আবদুল বারেক হাওলাদার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি ঝালকাঠির কেএখান মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২০ সনে অবসরে যান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী আবদুল হাওলাদার জিনাফের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।