
নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবী সম্মিলিত প্লাটফর্ম ভলান্টিয়ার্স অব নলছিটি এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সম্মানে ও জুলাই শহীদের স্বরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার নলছিটি মার্চেন্টস্ হাই স্কুল মাঠে সম্মিলিত স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ভলানটিয়ার্স অব নলছিটির প্রধান সমন্বয়ক মো.শাহাদাৎ আলম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম,উপজেলা বিএনপি সভাপতি অ্যাড আনিসুর রহমান খান হেলাল,সাধারণ সম্পাদক সেলিম গাজী,সেচ্ছাসেবক দল সভাপতি তৌহিদ আলম মান্না, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের রাজনীতি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মান্না,হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে নলছিটি উপজেলার সর্বস্তরের স্বেচ্ছাসেবীদের সামাজিক সংগঠনের দুই শতাধিক স্বেচ্ছাসেবক অংশ গ্রহণ করেন।