• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ

দৈনিক শিক্ষাপ্রতিদিন, বরিশাল অফিস / ০ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন, বরিশাল অফিস
ঝালকাঠির কৃষ্ণকাঠি তৈয়বিয়া জামে মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বাদ জুমআ গোলাম মর্তুজা ওরফে মন্টুর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নতুন সভাপতি হিসাবে নাম ঘোষনা করা হয় আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান ও কোষাধ্যক্ষ শামীম হোসেনসহ মোট ১৩জন নিয়ে একটি  কমিটি গঠন করা হয়।
 পূর্বের কমিটির সভাপতি মো: শাহজাহান জানান, “ঝালকাঠি থেকে যুবদলের কিছু নেতাদের টাকা দিয়ে পকেট কমিটি করার জন্য ৮/১০ জন ভাড়াটিয়া লোক  নিয়ে গোলাম মর্তুজা মন্টু’র নেতৃত্বে বৈঠক করে একটি নতুন কমিটি ঘোষনা করা হয়।  গোলাম মর্তুজা মন্টুর ভাই গোলাম মোস্তফাকে  ওই মসজিদে মোত্তালিন বানানোর জন্য সাবেক সম্পাদক পোস্ট কেটে কৃষ্ণকাঠি আব্দুল মজিদ হাওলাদারকে বাদী বানাইয়া ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা করেন। যার নং ৫৭/২৫, তাং: ০১/০২/২০২৫।
কিন্তু গোলাম মোস্তফা ওই মসজিদের জমিদাতা নন। মর্তুজা মন্টু  আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক এমপি আমির হোসেন আমুকে দাওয়াত করে ৪শ লোকের আয়োজনে তার বাড়িতে খাওয়ানো হয়। এ বিষয়ে মর্তুজা ওরফে মন্টু সাংবাদিকদের জানান, “একজন এমপি ইদের দিনে কারো বাসায় গিয়ে উঠলে তখন তাকে বের করে দেয়া সম্ভব কিনা? এরপর মসজিদের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,  আমি এবং আমার ভাই গোলাম মোস্তফা ওই মসজিদের দাতা সদস্য কিন্তু কোন রেজুলিউশনে নাই। ”
এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান জানান, “আমাদের কমিটির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বলবৎ আছে। হঠাৎ করে গত শুক্রবার মর্তুজা মন্টু জামায়াতের মজিবুর রহমানকে ও যুবদলের নেতাদের নিয়ে মসজিদে জুমআর নামাজে উপস্থিত হয়ে কমিটি গটন করে। এ বিষয়ে আমরা মর্তুজাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা নতুন কমিটি করতে এসেছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ