বরিশালের গৌরনদী উপজেলা সদরে হিফজ কোরআন শিক্ষা প্রতিষ্ঠান ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার ৭জন হাফেজকে দস্তার বন্দী, পাগরী প্রদান ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (০১ মার্চ) বাদ মাগরিব মাদরাসা মিলনায়তনে মাদরাসার সভাপতি হাজী আবদুর রশিদ এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাউতলি ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম আবু আলীম।
বিশেষ অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল বাশার, জামায়াতে ইসলামী পৌর আমীর হাফিজুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ডা. মো. শাহআলম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল সহ অন্যান্যরা।