• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ

জনপ্রিয় সংবাদ
সর্বশেষ: শনিবার, ১ মার্চ, ২০২৫
চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত মো. শাহজালাল

দৈনিক শিক্ষাপ্রতিদিন, কামরুজ্জামান সুইট

ঝালকাঠি সদর উপজেলার চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত মো. শাহজালাল (ইনডেক্স নম্বর-৫১৪৬৮৬) স্বীয় পদের জন্য কাম্য অভিজ্ঞতার বিষয়টি প্রযোজ্য জনবলকাঠামোয় বর্ণিত অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তাঁর উক্ত পদে নিয়োগ বৈধ নয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে উল্লেখ করেছেন মাধ্যমিক-২ শাখার সহকারী পরিচালকএস এম মোসলেম উদ্দিন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৩৭.০২.০০০০.১০৭.৩১,৫৯১,২০২৮-৬৮৫ নং স্মারকে ১৯ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ০৫.১০.৮২৪০.০০১.০১.০০১.২০-৬১৭; নং স্মারকের ১৯ নভেম্বর ২০২৪ অনুকূলে এ পত্র প্রেরণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী পত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক/কর্মচারীদের বেতন ভাতাদির সরকারি অংশ (এম.পি.ও) প্রদান বিষয়ে গত ১২ জানুয়ারী অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত নং- খ এর (২১)। উপর্যুক্ত বিষয়ে ও সূত্রদ্বয়ের আলোকে ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত মো. শাহজালাল (ইনডেক্স নং- ৫১৪৬৮৬) এর নিয়োগের বৈধতা বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে নথিটি গত ১২জানুয়ারী অনুষ্ঠিত এম.পি.ও কমিটির সভায় উপস্থাপন করা হয়। সভায় “ঝালকাঠি সদর উপজেলার চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে (ঊওওঘ-১০১৬২৩) সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত মো. শাহজালাল এর বিষয়ে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য কাম্য অভিজ্ঞতার বিষয়টি প্রযোজ্য জনবলকাঠামোয় বর্ণিত অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তাঁর উক্ত পদে নিয়োগ বৈধ নয় মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।”

এমতাবস্থায়, এমপিও কমিটির সভা গৃহীত সিদ্ধান্তের বিষয়টি নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

এব্যাপারে ঝালকঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে একটা চিঠি পেয়েছি। যাতে বলা আছে চামটা বি. কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শাহজালাল’র নিয়োগ বৈধ নয়।

এবিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।


এই ধরণের আরও সংবাদ