• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

বিডিএস ভর্তি পরীক্ষা শুরু

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন সকাল থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে দেখা গেছে। এসময় রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৮ হাজার ৬৮৪ জন। সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০ টি প্রশ্নের প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (একশত)। বিষয় ভিত্তিক নম্বর বিভাজন। জীববিজ্ঞান ৩০। রসায়ন ২৫। পদার্থবিজ্ঞান ২০। ইংরেজি ১৫। সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল ০১ (এক) ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ০১ (এক) নম্বর প্রদান করা হবে।

কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/এ’ লেভেল/সমমান পরীক্ষার ডিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণায়ন করা হবে।’

প্রসঙ্গত, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫৪৫ আসনের মধ্যে জেনারেল ৫১৩, মুক্তিযোদ্ধা কোটায় ২৭ এবং ট্রাইবাল কোটায় ৫টি আসন রয়েছে।


এই ধরণের আরও সংবাদ