• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

নলছিটিতে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট
সর্বশেষ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় মো. মজিবর রহমান হাওলাদার(৭৪) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী) রাতে উপজেলার নলছিটি-দপদপিয়া সড়কের খোজাখালি এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুত্বর আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নলছিটি-দপদপিয়া সড়কের খোজাখালি বাজারে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহী মাদরাসা শিক্ষক মো. মুজিবুর রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত মো. মুজিবুর রহমান হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের বাসিন্দা হাশেম হাওলদারের পুত্র। তিনি নলছিটির দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি দারুল ইসলামিয়া মাদরাসায় মোহতামিম হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো.রাসেল উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকার মজিবুর রহমানের পুত্র। তাকে নলছিটি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এই ধরণের আরও সংবাদ