• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে ঝালকাঠিতে জামায়াতে ইসলামী শোভাযাত্রা

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট / ৫ দেখায় সময়:
সর্বশেষ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে ও রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠিতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকাল ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান ও গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের মনোনয়নপ্রাপ্ত, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শেখ নেয়ামুল করীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান,পৌর যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম বাবু,
সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, যুগ্মসম্পাদক মাওলানা কাওছার হোসাইন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী এনামুল হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা রমজানের পবিত্রতা রক্ষায় হোটেল রেস্তোরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ রমজানের সিয়াম সাধনায় অনুকূল পরিবেশ তৈরী করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ায় একই কমর্সূচী পালন করেছে জামায়াতে ইসলামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ