• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

কুয়েট শিক্ষার্থীরা হল ছাড়ছেন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ইতোমধ্যেই বহু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।

জানা যায়, সার্বিক নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকাল জন্য সব হলসহ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। আজ সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থী। হঠাৎ করে এমন নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

গতকাল ক্যাম্পাস ত্যাগ না করার জন্য রাতে মিছিল করেছে শিক্ষার্থীরা। তবে সকাল থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, যেহেতু কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না তাই তারা ক্যাম্পাস ত্যাগ করছেন।

অনেক শিক্ষার্থী বলছেন, রোজার ছুটিতে তাদের যাওয়ার জন্য বিভিন্ন সময় টিকিট কাটা ছিল। কিন্তু হঠাৎ করেই হলত্যাগের কারণে যানবাহনের সংকটে পড়বেন তারা।


এই ধরণের আরও সংবাদ