• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

রাজাপুর উত্তর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়নি মাতৃভাষা দিবস, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট
সর্বশেষ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়নি। প্রধান শিক্ষক মো: জাকির হোসেন খান এ দিন বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। উপজেলার সব বিদ্যালয় দিবসটি নানা আনুষ্ঠানিকতায় পালন করলেও ব্যতিক্রম শুধু ছিল ওই বিদ্যালয়। এমনকি জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক মো: জাকির হোসেন খান গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। শুক্রবার কোনো শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যালয়ে আসেনি। তাই মাতৃভাষা দিবসের কোনো অনুষ্ঠানও হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ। কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই।

জাতীয় পতাকা টানানো কিন্তু তা-ও অর্ধনমিত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী বলেন, প্রধান শিক্ষক স্যার বৃহস্পতিবার আমাদের ২১ ফেব্রুয়ারি স্কুলে যেতে বারণ করেছেন।

তাই শহীদ দিবস পালন করা হয়নি। নম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন না করলে আমাদের কী করার আছে? তার খামখেয়ালির কারণে মাতৃভাষা দিবস পালন হয়নি। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুদা বেগম বলেন, আমরা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়েগুলোকে নির্দেশনা দিয়েছি সকল জাতীয় দিবস গুলো পালন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি দিতে বলা আছে। আমি গ্রুপে কোন ছবি পাইনি কিন্তু প্রধান শিক্ষক জাকির হোসেন খান মৌখিকভাবে বলেছেন অনুষ্ঠান করছি। আমি তার কাছে প্রমান চেয়েছি সে প্রমান করতে পারলে ভালো আর যদি প্রমান না করতে পারে তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে প্রধান শিক্ষক মো: জাকির হোসেন খান বলেন, আমি ছবি তুলি নাই। শিক্ষার্থীদের দিয়ে চিত্রাঙ্কন করিয়েছি সেই কাগজের ছবি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র বলেন, মাতৃভাষা দিবস পালন না করে থাকলে আমি খোজ নিয়ে সত্যতা পেলে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই ধরণের আরও সংবাদ