• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে ববিতে বিক্ষোভ

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ০ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সারাদেশে ধর্ষণের মত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ নিচতলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ধর্ষণ, শ্লীলতাহানি ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর,সহকারী প্রক্টর ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠন ও সংগঠনটির সক্রিয় করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেনই বা দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেনা। এ ব্যর্থের দায় সরকারকেই নিতে হবে।

তিনি জানান, মহামারির মত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানো যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত নারীদের মর্যাকার জীবন নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, নারী পুরুষের ভেদাভেদ থাকা উচিত নয়। বরং নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মত জঘণ্য অপরাধ সংঘটিত হতোনা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক। নিরাপত্তা বাহিনী নীরব ভূমিকা থেকে উত্তরন করে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর হতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজ বিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি,জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান, ইসরাতুন্নেহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ