• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি,

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট / ১ দেখায় সময়:
সর্বশেষ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট

ঝালকাঠি সদর উপজেলার কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়, ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয় ও আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে তালা দিয়ে চলে যায় শিক্ষক ও কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ১টা ৪০ মিনিটে সরেজমিনে দেখা যায়, কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই, শিক্ষকরাও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পরেছেন। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ। স্থানীয়রা জানান, বছরের প্রথম ও শীতে বেশকয়েক দিন এমনিতেই শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা। বিদ্যালয়সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা সোহেল রানা ও নাফিজা নামের এক শিক্ষার্থীর অভিভাবক’সহ কয়েকজন জানান, বেলা দেড়টার দিকে স্কুল ছুটি দিয়েছেন, স্কুল এভাবেই চলে। ২/৩ ঘন্টায় কি পড়ালেখা করান আল্লাহ জানে।

এ বিষয়ে জানতে চাইলে কদম আলী খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান বলেন, সব বই পাইনি তাই দেড়টার সময় ছুটি দিয়ে দেই। বই পেলে সব ক্লাস করাবো। আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন এবং ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর হালদার একই সুরে উত্তর দেন সব বই নাই তাই স্কুল বন্ধ ছুটি দিয়ে দেই। শহরের অন্য স্কুলেও সব বই নাই কিন্তু সেইসব স্কুলের শিক্ষকরা কিভাবে/কেন ৪টা পর্যন্ত স্কুল খোলা রেখে পাঠদান করায় জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আঃ জব্বার বলেন, সব বই না স্কুল ছুটি দিয়ে বাড়ি চলে যাবে, একথা বলার সুযোগই নাই। স্কুলে সবগুলো বই নাই পুরাপুরি তাই সহপাঠ যে কার্যক্রম গুলো সেগুলো করতে বলা হয়েছে। বিষয়’টা আমাকে জানালেন এটা আমি জেনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ