• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

নদীতে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু – ঝালকাঠি

কামরুজ্জামান সুইট ,ঝালকাঠি
সর্বশেষ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,কামরুজ্জামান সুইট
ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকার খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক মো: সোহেল খান(৩২) দপদপিয়া ইউনিয়নের গোহাইলকাঠি গ্রামের মুনসুর আলী খানের পুত্র ও দপদপিয়া এলাকার সুগন্ধা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। জানা যায়,মঙ্গলবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিঁখোজ হন সোহেল। পরে বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

সুগন্ধা অটো রাইস মিলের লেবার সর্দার মো.শহিদুল ইসলাম জানান, নিহত সোহেল খান দীর্ঘদিন ধরে মৃগী (নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ) রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে সুগন্ধা অটো রাইস মিল সংলগ্ন  খয়রাবাদ নদীতে গোসল করতে নেমে নদীতে পড়ে যান।এসময় তার মৃগী রোগের উপশম দেখা দিলে  তিনি অচেতন হয়ে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার সন্ধানে নদীতে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে বরিশাল নৌ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ডুবরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তারা নদী থেকে সোহেল খানের মৃতদেহ উদ্ধার করে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


এই ধরণের আরও সংবাদ