দৈনিক শিক্ষাপ্রতিদিন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকঠিতে ওপেন হাউজ ডে পালন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠান পালন করা হয়। সদর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাই।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু।
আরও বক্তব্য রাখেন , বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।ওপেন হাউজ ডে’তে মানুষের ভিবিন্ন অভিযোগ শুনেন পুলিশ সুপার। তিনি আইন শৃংখলা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। মাদক নিয়ন্ত্রন ও সন্ত্রাস দমনে সাধারন মানুষের কাছে তথ্য চান।