• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

বহু প্রতিক্ষার শেষে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উৎসব

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২০২৫ দুই দিনব্যাপী “প্রকাশনা উৎসব-২০২৫” আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান ও সেক্রেটারি মেহেদী হাসান নাঈম। সভাপতি আবুল হাসান এনিমেল সাইন্স এন্ড ভেটেনারি অনুষদের ০৮ ব্যাচের ১৮-১৯ সেশনের এবং সংগঠনের সেক্রেটারি মেহেদী হাসান নাঈম কৃষি অনুষদের ৭৯ ব্যাচের ১৯-২০ সেশনের ছাত্র।

জানা যায়, ২ দিনব্যাপী প্রোগ্রামে বিভিন্ন ইসলামিক বই এর প্রকাশনা ও প্রদর্শনী থাকবে, এছাড়া থাকবে ফ্যাসিবাদের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্রকর্ম ও ব্যাঙ্গচিত্র। উৎসবের স্টলগুলোকে ছাত্র শিবিরের লোগোর আদলে সজ্জিত করা হবে। মূল অংশে থাকবে সংগঠন কর্নার, শহীদ ইয়ামিন রিডিং কর্ণার, জুলাই কর্ণার, বুক কর্ণারসহ ফ্যাসিবাদ কর্ণার। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিনে জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে ।
প্রকাশনা উৎসব নিয়ে ছাত্রশিবিরের শেকৃবি শাখার সভাপতি মো আবুল হাসান বলেন, “ আমরা শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিবৃত্তিক উন্নয়নের লক্ষ্যে এই আয়োজন করতে যাচ্ছি। গণঅভ্যুত্থানের স্পিরিটকে সকলের মধ্যেই ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মাঝে জ্ঞান চর্চার আদর্শ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ”

তবে ছাত্রশিবির তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই উৎসবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও কল্যাণ সাধন এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করা। তারা আরও জানিয়েছে যে এই উৎসব কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। এই প্রকাশনা উৎসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে তারা নতুন নতুন বই ও প্রকাশনার সাথে পরিচিত হতে পারবে এবং জ্ঞানার্জনের পথে আরও একধাপ এগিয়ে যেতে পারবে।


এই ধরণের আরও সংবাদ