• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন বিতর্ক উস্কে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক / ০ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

গাদ্দাফি স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন। যে মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছে পাকিস্তান। সয়েছে বহু বিতর্ক। সেই মাঠেই ক্রিকেটীয় আয়োজন মাঠে গড়ানোর আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠের খেলা শুরুর আগে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়েই আলাপ জমেছে বেশি। পাকিস্তানও যেন পেরেক ঠুকেছে সেখানেই।
সাধারণত টুর্নামেন্ট আয়োজক দেশ হিসেবে অংশগ্রহণকারী সব দেশের পতাকাই টানিয়েছে পিসিবি। তবে সেখানে নেই ভারতের পতাকা। টুর্নামেন্ট পাকিস্তানের হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখানে যায়নি ভারত। রোহিত শর্মা থাকছেন না নির্ধারিত ক্যাপ্টেন্স ডে-তে। সেই শোধটাই বুঝি পাকিস্তান নিয়েছে ভারতের পতাকা না রেখে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উড়তে দেখা যায়। ভারতের একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে এসব ছবি পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম থেকেই নেয়া।

সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পতাকা শোভা পাচ্ছে। কিন্তু ভারতের পতাকা নেই। এমনকি আইসিসির লোগো সম্বলিত পতাকাও ঠাঁই পেয়েছে ঐতিহাসিক এই স্টেডিয়ামের সাজসজ্জায়। স্বাভাবিকভাবেই আয়োজক দেশের এমন আচরণে বেশ ক্ষুব্ধ ভারতের ক্রিকেট সমর্থকরা।

চলতি আসরে ভারত নিজেদের সব ম্যাচই খেলবে দুবাইয়ে। তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি। দুই দলের জন্যই সেটি উদ্বোধনী ম্যাচ। ২৩ তারিখ হবে মহা গুরুত্বপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে ওঠে তবে সেই ম্যাচও হবে দুবাইয়ের মাঠে। অন্যথায় সেটা সরে যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

অবশ্য পাকিস্তানের আয়োজন নিয়ে বিতর্ক কেবল লাহোরেই থেমে নেই। আছে আরেক আয়োজক শহর করাচিতেও। সেখানে রাস্তায় সাজানো বিলবোর্ডে অংশগ্রহণকারী দেশের তারকাদের ছবি ব্যবহার করা হয়েছে। তবে, সেখানে নেই আফগানিস্তানের কোনো ক্রিকেটারের ছবি। তার বদলে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল।

অথচ, এবারের আসরে ক্যারিবিয়ানদের অংশগ্রহণই হচ্ছে না। ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনাতেই ছিল না ২০০৪ সালের শিরোপাজয়ী দলটি। এমনকি অংশগ্রহণকারী দুই দেশ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড়ের ছবিই জায়গা পায়নি ওই বিলবোর্ডে। স্বাভাবিকভাবেই এমন এক প্রচারণা নিয়ে হাস্যরস আর বিতর্ক দুইই দেখা গিয়েছে।

তবে সব বিতর্ক ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। গতকালই নিজেদের আয়োজক হিসেবে সব ধরণের আনুষ্ঠানিকতা শুরু করেছে পাকিস্তান। ১৯ তারিখ স্বাগতিকদের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ