• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতীয়করণ দাবিতে: মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন আন্দোলনরত শিক্ষকরা

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৪ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা আন্দোলনের বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষক নেতা মো. আবুল বাশার, দেলোয়ার হোসেন আজিজী, শাহ আলমসহ পাঁচজন সচিবালয়ে প্রবেশ করেছেন।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্য মো. রাশেদ মোশাররফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে আমাদের পাঁচজন সচিবালয়ে প্রবেশ করেছেন। আলোচনা ফলপ্রসূ না হলে আমাদের আন্দোলন চলবে।’

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ