ফাল্গুনের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসে যেখানে দেশব্যাপী যুগলরা দিনটি উদযাপনে ব্যস্ত, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সম্পূর্ণ ভিন্ন বার্তা নিয়ে হাজির। ‘সিঙ্গেল সোসাইটি অফ জাককানইবি’র ব্যানারে তাঁরা ভালোবাসা দিবসের বিরুদ্ধে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের প্রতিপাদ্য ছিল, “মিঙ্গেল ধরে সিঙ্গেল করি, কাপলমুক্ত ক্যাম্পাস গড়ি” ও “নিজ সঙ্গে স্বর্গবাস, প্রেমসঙ্গে সর্বনাশ”। এসময় “তুমি কে আমি কে, সিঙ্গেল সিঙ্গেল” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।
সিঙ্গেল সোসাইটির সভাপতি রাতুল হাসান তামিম বলেন, “ভালোবাসা দিবস নামে যে প্রহসন চলে আসছে, তা আসলে সিঙ্গেলদের প্রতি অন্যায়। আমরা চাই, ক্যাম্পাসে কোনো প্রেমজনিত বিশৃঙ্খলা থাকবে না। এখানে সবাই সমান, সবাই স্বাধীন!”
সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, “ভালোবাসা একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের চারপাশে যেভাবে দিবসটিকে বানিজ্যিকভাবে উদযাপন করা হয়, তাতে সিঙ্গেলদের প্রতি অন্যায় করা হয়।”
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং পরিবার, বন্ধু, স্বপ্ন ও নিজের প্রতি ভালোবাসাই প্রকৃত ভালোবাসা।
তবে ক্যাম্পাসের অনেক শিক্ষার্থীই এই বিক্ষোভকে ব্যঙ্গ করে দেখছেন। কয়েকজন যুগল শিক্ষার্থী বলেন, ভালোবাসা ব্যক্তিগত অনুভূতি, সেটি নিয়ে আন্দোলন করার কিছু নেই।