• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

আমু’র পিএস কালাম গ্ৰেফতার

দৈনিক শিক্ষাপ্রতিদিন,ঝালকাঠি প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

দৈনিক শিক্ষাপ্রতিদিন,ঝালকাঠি প্রতিনিধি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।কালাম (৪০) রাজাপুর উপজেলার গালুয়া গ্ৰামের বাসিন্দা। মৃত হারুন তালুকদারের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবুল কালাম রাজাপুর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এর আগে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়।

জানা গেছে, আবুল কালাম আজাদ আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। জানা গেছে, আবুল কালাম আজাদ আমির হোসেন আমুর সহকারী হিসেবে কাজ করতেন।

পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি পলাতক ছিলেন।


এই ধরণের আরও সংবাদ