• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

জাতিসংঘের তদন্ত কমিটি প্রতিবেদনে আংশিক ত্রুটি : আবু হানিফ

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদন আংশিক ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক গজল সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আমাদের সংস্কৃতি চর্চার দিকে মনোযোগ দিতে হবে। আওয়ামী লীগ দেশের সুস্থ সংস্কৃতি চর্চার পথকে রুদ্ধ করে দিয়েছিল। মানুষের মধ্যে যে সামাজিক সম্পর্ক ছিল সেগুলো নষ্ট করে দিয়েছিল।

তিনি বলেন, আপনারা দেখেছেন দেশজুড়ে অপারেশন ডেবিল হান্ট চলছে, কিন্তু অভিযোগ রয়েছে কিশোরগঞ্জে প্রকাশ্যে ডেবিলরা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের প্রতি আহ্বান আপনারা ডেবিলদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দেশকে ডেবিলমুক্ত করতে হলে সবার আগে সচিবালয় ও গণমাধ্যম হাউজগুলোতে থাকা ডেবিলদের চিহ্নিত করতে হবে। এই ডেবিলদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এদের চিহ্নিত করে শিকার করা জরুরি।

তিনি আরও বলেন, অনেকেই নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছেন, সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। মনে রাখতে হবে সংস্কার ব্যতীত নির্বাচন টেকসই হবে না। সংস্কার না করে নির্বাচন দিলে সেটা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে। তাই আগে সংস্কার তারপর নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গতকাল জাতিসংঘের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিল সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জড়িত সেই বিষয়টি উল্লেখ রয়েছে। র‍্যাব এবং টেলিফোনে আড়িপাতা সংস্থা বিলুপ্তের কথা বলা হয়েছে।

আবু হানিফ বলেন, আমার কাছে জাতিসংঘের তদন্ত সংস্থার প্রতিবেদনটি আংশিক ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। কিন্তু আয়নাঘরের যেসব ছবি সামনে আসছে, তাতে আয়নাঘরের সঠিক চিত্র উঠে আসেনি, বাস্তবে এই আয়নাঘর আরও ভয়াবহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গণঅধিকার পরিষদের হোসেনপুর উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবীর। আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার সদস্য মোখলেছুর রহমান উজ্জ্বল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, ইমতিয়াজ কাজল, যুগ্ম সদস্য সচিব সুহেল হায়দার, মিজানুর রহমান, কটিয়াদি উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আলী হোসেন মহসিন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, ছাত্রনেতা রিপন রাজ প্রমুখ।


এই ধরণের আরও সংবাদ