• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আজ

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ অনুষ্ঠিত হচ্ছে লাখো মুসল্লির উপস্থিতিতে বৃহৎ জুমার নামাজ। ইতোমধ্যে ইজতেমায় যোগ দিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর দুই ছেলে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বৃহৎ এ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার নিজামউদ্দিন অনুসারি দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহৎ জুমার নামাজ উপলক্ষ্যে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে। এরপরই জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হন বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দীর্ঘ দোয়ায় অংশ নেন তারা। এসময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।


এই ধরণের আরও সংবাদ