• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

রায়পুরায় দোকানপাটসহ প্রাইভেটকার ভাঙচুর

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানপাট ও প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটিয়ে পালানোর সময় উজ্জ্বল (২৪) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উজ্জ্বল পৌর শহরের মৃত বজলু মিয়ার ছেলে।গতকাল (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের শ্রীরামপুর গরুবাজারে এ ঘটনা ঘটে। রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আইয়ুব ও উজ্জ্বলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল আচমকাই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শ্রীরামপুর গরুবাজারের বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। সে সময় তারা একটি গাড়ির গ্যারেজে গাড়িও ভাঙচুর করেন। পরে এলাকাবাসী সেটি প্রতিহত করতে এগিয়ে গেলে তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যান। এ সময় এলাকাবাসী উজ্জ্বলকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রায়পুরা থানার উপপরিদর্শক কামাল জানান, আইয়ুব এবং উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন দোকান ও প্রাইভেটকার ভাঙচুর করার কথা আমরা জানতে পেরেছি। সেসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নাকি তারা ককটেলও বিস্ফোরণ করেছে। সেসময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি আমরা তদন্ত করছি বিস্তারিত পরে জানা যাবে।


এই ধরণের আরও সংবাদ