• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৪ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

জাঁকজমকপূর্ণ আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বসন্ত উৎসব উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল নানা আয়োজন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে আরও রঙিন হয়ে ওঠে ক্যাম্পাসটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গুলশান ক্যাম্পাসে ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নাচের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।

দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা-পুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি-ফুচকার স্টল বসন্ত উৎসবকে আরও আনন্দময় করে তোলে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উচ্ছ্বাসে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত।

বসন্ত উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।

বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা নামে। পুরো আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসায় ভাসান উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ