• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাবিতে পরীক্ষার্থীদের পাশে রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি

দৈনিক শিক্ষাপ্রতিদিন,প্রতিবেদক / ৫ দেখায় সময়:
সর্বশেষ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে, যা আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।

এদিকে রাজবাড়ী জেলা থেকে আগত সকল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি নানা উদ্যোগ গ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করতে রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তারা ভর্তিচ্ছুদের দ্রুত আবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। এছাড়া, যেসব শিক্ষার্থী পরিচিতজনের বাসায় থাকতে পারছেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতেও কাজ করছেন।

ক্যাম্পাসে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে ইনফরমেশন বুথ চালু করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের নির্ধারিত পরীক্ষার হলের অবস্থান, পরিবহন ব্যবস্থা, পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন তাদের মাধ্যমে।

অনেক অভিভাবক রাজবাড়ী থেকে তাদের সন্তানদের সঙ্গে এসেছেন, যাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাদের সুবিধার্থে যেখানে অভিভাবকরা বিশ্রাম নিতে পারছেন। বসার ব্যবস্থা এবং পরীক্ষার তথ্য জানার সুযোগ থাকছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের পরীক্ষার চাপ সামলাতে সহায়তা করছে। রাজবাড়ী থেকে আসা এক পরীক্ষার্থী বলেন, আমি প্রথমবার ক্যাম্পাসে এসেছি, পরীক্ষার হল খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। এই তথ্যকেন্দ্র থেকে সঠিক দিকনির্দেশনা পেয়ে সহজেই খুঁজে পেরেছি।

একজন অভিভাবক বলেন, আমরা বাইরে থেকে এসে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকি। কিন্তু এখানে বিশ্রামের জায়গা ও অন্যান্য সুবিধা পেয়ে ভালো লাগছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকছে, এবং শিক্ষার্থীদের যেকোনো অসুবিধায় দ্রুত সহায়তা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আহনাফ রাইয়ান বলেন, নিজের জেলা থেকে আমাদের ছোট ভাই বোনেরা ভর্তি পরিক্ষা দিতে আসবে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারা একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ালেখার সুযোগ পাবে। তারাও একদিন নিজ জেলার মানুষের পাশে দাঁড়াবে। তাই আমাদের পক্ষ থেকে তাদের ভর্তি পরিক্ষার হল সহ যতটা সম্ভব সহযোগিতা করা।

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তুষার সিকদার বলেন, প্রতি বছর আমাদের এই আয়োজন রাজবাড়ী জেলা থেকে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য। এতে করে নিজ জেলার মানুষের প্রতি যে দায়িত্ব আছে তা কিছুটা হলে পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ