জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি (রবিবার) শুরু হয়। ইতোমধ্যে ‘ডি’ ইউনিট ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবি-জেউই) এর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যে ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফলাফল প্রকাশ করা কথা রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার বলেন, আমরা এখনো বলতে পারছি ফলাফল কখন প্রকাশ করতে পারবো। আমরা কিছু কাজ এগিয়ে নিয়েছি তবে কিছু টেকনিক্যাল বিষয় এখনো আছে যেগুলো পুনরায় দেখতে হবে। আশা করছি আজকে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো।