• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে আটক কয়েকজন

নিজস্ব প্রতিবেদক / ০ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর শাহবাগে শিক্ষকদের আন্দোলন থেকে  কয়েকজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ফেব্রুয়ারি)দুপুরে তাদের আটক করা হয়। তবে আটকের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে এসেছি। আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে’
এর আগে, লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করার পর আন্দোলনকারীরা আবারও সড়কে অবস্থান নেন। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ৬,৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলেও আদালতের রায়ে কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ