• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

জবিতে আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক / ১ দেখায় সময়:
সর্বশেষ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তম (ছাত্র) ও প্রথম (ছাত্রী) আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটি (ক্রিকেট ও লন টেনিস) আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বয়স ১৯ বছর, ক্রীড়া প্রতিযোগিতা সপ্তম; গ্যাপ ১২। এর মানে, মাঝে ১২ বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। আমি ক্রীড়া কমিটিকে বলব, এই ব্যবধান যেন আর না বাড়ে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি, মাঠটি (ধূপখোলা খেলার মাঠ) আমাদের আইনগত অধিকারে নেওয়ার জন্য। বর্ষায় আমরা মাঠে ঘাস লাগাব, যাতে মাঠটি আরও সুন্দর হয়। সবাই জিতবে—এই ধারণা নিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

এ সময় অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রসঙ্গত, এ প্রতিযোগিতায় ৩৮টি বিভাগ থেকে ছেলেদের ৩০টি দল এবং মেয়েদের ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় ইসলামিক স্টাডিজ বিভাগ মুখোমুখি হয় নাট্যকলা বিভাগের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ