• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
শিক্ষা প্রতিদিন শিরোনাম
ঝালকাঠির মসজিদ কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটি গঠনের অভিযোগ নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি ঘোষণা ঝালকাঠিতে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন, নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাকৃবির আহবায়ক কমিটি গঠন গৌরনদীতে হাফেজদের সংবর্ধনা ও দস্তার বন্দী প্রদান কাশিমপুর তিতাস অভিযানের নামে চালাচ্ছে ভেল্কিবাজির খেলা ঝালকাঠিতে ১হাজার পিস ইয়াবাসহ মাদকসম্রাট আল আমিন আটক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত! ঝালকাঠির চামটা স্কুলের সহকারী প্রধান শিক্ষকের চাকুরী অবৈধ ঘোষণাপত্রে যা বলল জাতীয় নাগরিক পার্টি

দলের দুঃসময়ে জেলা যুবদলের কান্ডারী শামীম তালুকদার

কামরুজ্জামান সুইট, ঝালকাঠি
সর্বশেষ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে বিএনপির দুঃসময়ে ঝালকাঠি জেলা যুবদলের হাল ধরে রেখেছিলেন সাবেক আহবায়ক শামীম তালুকদার। দায়িত্বপালন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদেও। সেই ত্যাগী নেতাই সরকার পরিবর্তনের পর এখন অবহেলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে শনি ও রবিবার ঝালকাঠি শহর, শহরতলী ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করেছেন। এসময় তার সাথে কয়েকহাজার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা যুবদলের নেতাকর্মীরা বলেছেন, কঠিন সময়ে শামিম তালুকদার নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। এখন তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দল থেকে দূরে সরিয়ে দিয়েছেন।

তাকে দ্রুত দলে ফেরানোর জন্য দাবি করেন তারা। দীর্ঘদিনপর শনিবার তিনি ঝালকাঠিতে আসলে নেতাকর্মীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সেখান থেকে বিনয়কাঠী ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ নেতাকর্মীদের অংশগ্রহণ করার অনুরোধ জানান। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার প্রচারপত্র বিতরণ করেন। যুবদলের সাবেক আহবায়ক শামীম তালুকদার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সত্য কখনো চাপা থাকে না একদিন বেরিয়ে আসবেই। আমি জেলার নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনও আছি এবং আগামী দিনেও থাকবো।

উল্লেখ্য, ঝালকাঠি জেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম তালুকদারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের তৃণমূলের নেতা-কর্মীরা। ঝালকাঠির বেশ কয়েকটি ইউনিয়নে যুবদল নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। আওয়ামী দুঃশাসনে বারবার কারা নির্যাতিত যুবদলের কান্ডারী শামীম তালুকদারকে স্বপদে পুর্নবহাল দেখতে চান যুবদলের ত্যাগী, পরীক্ষিত, তৃণমূলের নেতা-কর্মীরা। সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবদল, শেখেরহাট ইউনিয়ন যুবদল, নলছিটির মগড় ইউনিয়ন যুবদলসহ ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা শামীম তালুকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন। শামীম তালুকদার জানান, স্কুল জীবন থেকেই জিয়াউর রহমানের আদর্শে ছাত্ররাজনীতিতে জড়িত হয়ে ১৯৮৮ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ও ১৯৯০ সালে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কের  দায়িত্ব পালন করি। ১৯৯৭ সালে জেলা যুবদলের অন্যতম সদস্য, ২০০৯ সালে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ২০১৩ সালে জেলা যুবদলের সাধারন সম্পাদক এবং ২০২১ সাল থেকে জেলা যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করি। ২০২০ সাল থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনীতির মাঠে কঠোরভাবে কর্মসূচী পালন করায় ডজনখানেক মামলার আসামী হয়ে ১৬বার কারাগারে যেতে হয়েছে।

যুবদলের নেতাকর্মীরা জানান, শামীম তালুকদার স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ প্রহসনের নির্বাচনে বিএনপির সকল কর্মসূচীতে যার নেতৃত্ব ছিলো বলিষ্ঠ ভূমিকায়। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আন্দোলনে জাতীয়, বিভাগ, জেলা, উপজেলাসহ সর্বস্তরে আন্দোলন সংগ্রামে ছিলো অগ্রণী ভূমিকায়। তিনি ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আতঙ্ক। বিএনপির অকুতোভয় সৈনিক। তাকে ঠুনকো অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়েছে। আমরা তার বহিষ্কারাদেশ দ্রæত প্রত্যাহার চাই। রাজনীতির মাঠে এ বীর সৈনিককে ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানান তারা।


এই ধরণের আরও সংবাদ