• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাবিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা কত?

নিজস্ব প্রতিবেদক / ৩৭ দেখায় সময়:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে প্রায় চার লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। তবে আজও ফি জমা দেওয়ার সুযোগ থাকায় এ সংখ্যা আরও বাড়বে।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শেষ হলেও আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়। ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। বিল পেমেন্ট আজ ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত করা যাবে। এরপর আর টাকা প্রদান করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে  বলেন, বুধবার মধ্যরাত পর্যন্ত তিন ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছে ৪ লাখের মতো। তবে একক আবেদন ২ লাখ ৪৮ হাজার৷ বৃহস্পতিবার রাতে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। তখন বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও সংবাদ